ই পাসপোর্ট এ কি কি থাকে এবং ই পাসপোর্ট এর সুবিধা আর পাসপোর্ট কয় ধরনের - FindTechview


ই পাসপোর্ট এর বিভিন্ন রকম সুবিধা রয়েছে যা আজকে আমরা এই ব্লগে তুলে ধরব | এখন বাংলাদেশের দুই ধরনের পাসপোর্ট রয়েছে সেটা একটি হলে নরমাল পাসপোর্ট একটা ই পাসপোর্ট এর অনেক সুবিধা রয়েছে যা আজকে আমরা এখানে সহজে আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো


Credit
Credit-Freepik

ই পাসপোর্ট এ কি কি থাকে ?


ই পাসপোর্ট এটি ইলেকট্রনিক্স পাসপোর্ট যা আপনাদের আপনার দৈনন্দিন কাজকর্ম করতে খুব সহজ করে দিবে  ই পাসপোর্ট এ একজনের চিপ রয়েছে  এই চিপে থাকে


  • তিন ধরনের ছবি

  •  চোখের আইরিশ তথ্য

  •  আর রয়েছে দশ  আঙ্গুলের ছাপ

ই পাসপোর্ট এর সুবিধা ?


এমনি যারা নরমাল পাসপোর্ট করে তারা বিমানবন্দরের যায় এবং সবার সাথে সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থাকে  কিন্তু ই পাসপোর্ট এমন এক ধরনের পাসপোর্ট যা আপনাকে আলাদা একটি বন্দর রয়েছে বা বিমানবন্দরে একটি আলাদাই ঘর রয়েছে যেখানে আপনি পাসপোর্ট এর জন্য যেতে পারবেন এবং আপনাকে সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না


এটা আপনার দৈনন্দিন সময় ও বেঁচে যাবে আপনাকে লাইনে ধরে সিরিয়ালে ইমিগ্রেশন করতে হবে না 

খুব সহজেই আপনার ই পাসপোর্ট এর ইমিগ্রেশন হয়ে যাবে আরে ই পাসপোর্ট এর সুবিধা হচ্ছে যে আপনি যেকোনো দেশে যান না কেন খুব সহজেই তারা আপনাকে স্ক্যান করে আপনার সকল তথ্য খুব সহজে তারা জানতে পারবে | এটা আপনার কোন ভেজালে পড়া লাগবে না


credit-canva


 পাসপোর্ট কয় ধরনের ? 

পাসপোর্ট দুই ধরনের , এই দুইজনের পাসপোর্ট কি কি  তা হল

  • MRP Passport

  • E-Passport

MRP Passport থেকে E-Passport  কেন বেশি শক্তিশালী ?

আমরা বাংলাদেশে আগে যে পাসপোর্টগুলো করতাম সেগুলো এমআরপি পাসপোর্ট যা নরমাল পাসপোর্ট হিসেবে গণ্য করা হতো কিন্তু এখন ই পাসপোর্ট তৈরি হয়েছে এমআরপি পাসপোর্ট এখনো অনেকে করে করে তারা অনেক বিপদে পড়ে যায় ই পাসপোর্ট হয়তো একটু টাকা বেশি খরচ হয় কিন্তু এটি দেশ-বিদেশে ভ্রমণ করার জন্য অনেক সুবিধা 


কারণ এমআরপি পাসপোর্ট যারা এখন ২০২৩ সাল ২৪ সালে করবে বা করেছে তারা যখন এয়ারপোর্টে যাবে যখন ইমিগ্রেশন করব অনেক সিরিয়াল থাকবে অনেক কিছু তথ্য তাদেরকে দিতে হবে এবং ই পাসপোর্ট এর সুবিধা হচ্ছে আপনার সকল তথ্য এই পাসপোর্ট থাকবে এবং তারা খুব সহজে স্ক্যান করে আপনার তথ্যগুলো তারা খুব সহজে জানতে পারবে এবং আমার তথ্য হারানোর কোন ভয় নেই






Post a Comment

Previous Post Next Post